Mohun Bagan Unites: সবুজ-মেরুনের মাঠ কর্মীদের ভাইফোঁটা সমর্থকদের

আজ ভাইফোঁটা। সেই নিয়ে মাতোয়ারা বঙ্গের মানুষ। যার ছোঁয়া দেখা গিয়েছে কলকাতার ময়দানে। তিন প্রধানের ফুটবলারদের অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক পোস্ট। তবে…

Mohun Bagan as field workers

আজ ভাইফোঁটা। সেই নিয়ে মাতোয়ারা বঙ্গের মানুষ। যার ছোঁয়া দেখা গিয়েছে কলকাতার ময়দানে। তিন প্রধানের ফুটবলারদের অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক পোস্ট। তবে এবার কিছুটা অন্যরকম ভাবে ভাইফোঁটা উৎযাপন করল সবুজ-মেরুনের (Mohun Bagan) মহিলা সমর্থকরা। আজ কলকাতা ময়দানে অর্থাৎ মোহনবাগানের মাঠ কর্মীদের ভাইফোঁটা দিলেন দলের মহিলা সমর্থকদের একাংশ।

ঘন্টাকয়েক আগে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করা হয়েছে বাগানের ফেসবুক পেজ থেকে। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। মহিলা সমর্থকদের এমন উদ্যোগে রীতিমতো মন জয় কড়েছে সমর্থকদের। পূর্বে দুর্গোৎসবের সময় খেলোয়াড়দের হাতে দুর্গা মূর্তি তুলে দিয়েছিল দলের সমর্থকরা। সেই সময় ও সকলের এই মন জয় করেছিল সমর্থকদের এই উদ্যোগ।

শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল তথা বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রথমদিকে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে প্রতিপক্ষের দাপুটে ফুটবলারদের কাছে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে কলকাতার এই প্রধান। যারফলে, গ্রুপের প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে আসতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। বর্তমানে যা পরিস্থিতি তাতে পরবর্তীতে যদি মোহনবাগান সুপারজায়ান্টস দলের পাশাপাশি বসুন্ধরা কিংস ও প্রতিটি ম্যাচ জিততে শুরু করে তাহলে হেড টু হেডের লড়াইয়ে মোহনবাগান দলকে পিছনে ফেলে পরবর্তী রাউন্ডে চলে যাবে বাংলাদেশের এই শক্তিশালী দল।

অন্যদিকে, ইন্ডিয়ান সুপার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকলেও আগামী ২রা ডিসেম্বর হায়দরাবাদ দলের মুখোমুখি হবে কলকাতার এই প্রধান। এখন সেইদিকেই তাকিয়ে সকলে। সেই ম্যাচে জয় পেলেই ফের লিগ টেবিলের উপরে চলে আসবে মোহনবাগান ফুটবল দল।