HomeBusinessসবজি বাজার আগুন, মহার্ঘ মাছ-মাংস, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

সবজি বাজার আগুন, মহার্ঘ মাছ-মাংস, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

- Advertisement -

বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া (Kolkata Market Price)। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী।

বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম কমানো হচ্ছে।

   

তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।

ধর্মঘট উঠলেও কমেনি আলুর দাম, চরম ক্ষুব্ধ আমজনতা

কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১৪০ টাকা কেজি, টম্যাটো ৫০, লঙ্কা ১১০, আদা ১৮০ টাকা, রসুন ২০০ টাকা, উচ্ছে ৬০ টাকা, বিনস ১৫০ টাকা, সজনে ডাঁটা ২০০, ঢ্যাঁড়শ ৫০, পটল ৩৫, পেঁপে ৩৫ টাকা কেজিতে বিকোচ্ছে।

মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৩০-৩৮০ টাকা, কাতলা কেজিতে ৩৫০-৩৯০ টাকা, ট্যাংরা ৫৫০, পাবদা ৪০০-৫০০, পমফ্রেট ৬৫০ টাকা কেজি, ভেটকি ৬৫০, বাগদা চিংড়ি ৮৫০, গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ১৭০০ টাকা কেজি।

মমতার বুদ্ধিতেই কাটল আলুর আকাল? ধর্মঘট তুলে নেওয়ায় কমতে পারে দামও!market

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular