৩ মাসের মধ্যে বকেয়া DA দেওয়ার নির্দেশ বহাল হাইকোর্টে

DA মামলায় আবারও মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। যদিও ডিএ নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর এই নিয়ে তৃতীয়বার আর্জি খারিজ করল আদালত। 

একদিকে যখন উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মিদের DA বৃদ্ধি করতে পারে বলে শোনা যাচ্ছে তখন রাজ্য সরকারি কর্মীদের পুজোর মরসুমে ভাগ্য খুলবে কিনা সে নিয়ে সকলের রায় ছিল আজকের রায়দানের ওপর। চলতি বছরের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও তা করেনি রাজ্য সরকার, ফলে রাজ্যের বিরুদ্ধে জরিমানার নির্দেশিকা জারি করে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হয়নি। হাই কোর্টের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ১২ অগস্ট ফের মামলা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই মামলারই আজ রায়দান হয়। 

   

এই রায় বহাল রেখেছে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন