HomeWest BengalKolkata Cityকসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি,চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি,চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

- Advertisement -

খাস কলকাতায় তৃণমল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ। কসবার (Kasba) শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়ে দুই ব্যক্তি কাউন্সিলরের বাড়ির সামনে এসে হঠাৎই গুলি চালায়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী কাউন্সিলরের বাড়ির নিচে এসে থামে। কিছুক্ষণের মধ্যেই গুলি চালায় তারা। কাউন্সিলরের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। গুলির শব্দে পুরো এলাকা থমথমে হয়ে যায়।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উত্তর প্রদেশের বাসিন্দা৷ কোনও ফায়ারিং হয়নি। লক হয়ে গিয়েছিল
অ্যাক্রোপলিস মলের দিক থেকে ঢোকে বাইটটি। সুশান্ত ঘোষ বাড়ির নিচে বসে ছিলেন। কয়েকজন দেখা করতে এসেছিলেন। কথা বলছিলেন। হঠাৎ লক্ষ্য করেন এক অল্প বয়সী যুবক বাইক থেকে নেমে তার কাছাকাছি চলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে… টিগার চাপলেও গুলি বেরোয়নি। লক হয়ে যায়। এরপর পাশে যারা ছিলেন ধরতে গেলে দৌড়তে থাকে। কিছুটা দূরে এলাকার লোক ধরে ফেলেন। বৈশালী বিহার এর বাসিন্দা৷

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত সুশান্ত ঘোষ। তিনি বলেন, “এ বিষয়ে এখনই আমার কিছু বলার নেই। একটা ঘটনা ঘটেছে। পরে সবটা বলছি।” তিনি বলেন, “যে এসেছিল, বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল। যে ধরনের অস্ত্র নিয়ে এসেছে, প্রফেশনাল কেউ এর পিছনে রয়েছে। বড় কেউ রয়েছে।” তবে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ তিনি পাচ্ছেন না বলেই জানাচ্ছেন।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular