HomeWest BengalKolkata CityKabir suman: মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়: কবীর সুমন

Kabir suman: মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়: কবীর সুমন

তৃণমূল ঘনিষ্ট বুদ্ধিজীবীদের তরফে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুচ্ছ গুচ্ছ প্রশংসা করা হয়।

- Advertisement -

পঞ্চায়েত ভোটে হিংসাত্মক পরিবেশ নিয়ে রাজ্যে বুদ্ধিজীবীরা দ্বিধাবিভক্ত। পরিচালক ও অভিনেত্রী অপর্না সেনের উষ্মার জবাবে বুধবার তৃণমূল ঘনিষ্ট বুদ্ধিজীবীদের তরফে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুচ্ছ গুচ্ছ প্রশংসা করা হয়। সেখানেই প্রাক্তন টিএমসি সাংসদ ও গায়ক কবীর সুমন (Kabir suman) বলেন, উনি যথেষ্ট ভাল কাজ করেছেন। আমাদের রাজ্যে এখন মমতা ও অ-মমতা মেরুকরণ হয়ে গিয়েছে। আমি মহাশ্বেতা দেবীকে উদ্ধৃত করে বলি, মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়।

আরও পড়ুন: পঞ্চায়েত হিংসায় ‘হতাশ’ অপর্ণার খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে

   

গত বৃহস্পতিবার একটি আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশে খোলা চিঠি পাঠ করেছিলেন অপর্ণা সেন। পঞ্চায়েত ভোটের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন,এই পরিবর্তন আমরা কেউ চাইনি। অপর্ণা সেনের সেই বক্তব্যের রেশ টেনে বুধবার কবীর সুমন বলেন যারা বলছেন এই পরিবর্তন চাইনি, তাঁদের কাছে আমার প্রশ্ন, ঠিক কোন পরিবর্তন চেয়েছিলেন আপনারা?’ সুমন বলেন বাংলার ভোটে অশান্তি নতুন নয়। তিনি বলেন, আমরা যারা ভোটে লড়াই করেছি তারা জানি ভোট হয় না। ভোট করানো হয়। জন্ম থেকে দেখে আসছি, পঞ্চায়েতে নল দিয়ে ভোট করানো হয়। আগেও তেমন ঘটনা ঘটত, এখনও ঘটছে।

আরও পড়ুন: মোদীকে সংসদে এনে মণিপুর ইস্যুতে মুখ খোলাতে অনাস্থার প্রস্তাব কংগ্রেসের

বুধবারের এই সাংবাদিক বৈঠকে কবীর সুমন ছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, চিত্রশিল্পী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী, লেখক আবুল বাশার, নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ প্রমুখ। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের ভূয়সী প্রশংসা করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular