পঞ্চায়েত হিংসায় ‘হতাশ’ অপর্ণার খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে হয়েছে বেলাগাম সন্ত্রাস। এখনও অবধি ভোটের বলি ৫৫। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিশিষ্টজনদের একাংশের লেখা খোলা চিঠি পাঠ…

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে হয়েছে বেলাগাম সন্ত্রাস। এখনও অবধি ভোটের বলি ৫৫। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিশিষ্টজনদের একাংশের লেখা খোলা চিঠি পাঠ করলেন অভিনেত্রী অপর্ণা সেন।

একুশে জুলাই সমাবেশে তৃণমূল কংগ্রেস এবার পঞ্চায়েতে বিপুল বিজয় পালন করবে। দলীয় তরফে ঘোষণা হয়েছে শহিদদের প্রতি শ্রদ্ধাও জানানো হবে। সমাবেশের আগে সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বুদ্ধিজীবীদের চিঠি।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা, প্রাণহানি নিয়ে মুখ্যমন্ত্রী কে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। এই তালিকায় আছেন বোলান গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিভিন্ন। সেই চিঠিতে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস হয়েছে প্রশাসন তার দায় অস্বীকার করতে পারে না। চিঠিতে সরাসরি মু়খ্যমন্ত্রীকেই নিশানা করা হয়। এতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, ‘এই অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না’।

অপর্না সেন বলেছেন,সেই সময় পরিবর্তনের ডাক দেওয়া ভুল ছিল না, দরকার ছিল। তখন বামেরা যা করছিল, অত্যন্ত অন্যায় করছিল। হার্মাদ বাহিনী গ্রামে গ্রামে ভোট দিতে দিতে না। আমরা দেখেছি। সেগুলো ভুলিনি। কিন্তু এটা চাইনি।