Ration Scam: ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়র পক্ষাঘাত? মন্ত্রী বললেন ‘ভালো নেই’

ইডি হেফাজতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড…

ইডি হেফাজতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে যাওয়ার সময় একথা জানান তিনি। মন্ত্রী জানান তাঁর বাঁ হাত এবং বাঁ পায়ে ব্যাথা বেড়েছে। পক্ষাঘাতের মতো হয়ে যেতে পারে।

Advertisements

আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে মন্ত্রীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ইডির। সেই মতোই শুক্রবার সকাল ১১টা নাগাদ বালুকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গাড়়িতে ওঠার সময় বালু বলেন, ‘‘আমার শরীরটা খুব খারাপ। আমার বাঁ হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।’’

বিজ্ঞাপন

প্রসঙ্গত ২১ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর রেশন বন্টন দুর্নীতি মামলায় ২৬ শে অক্টোবর গভীর রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি, গ্রেপ্তারে হওয়ার পর থেকে আদালতের নির্দেশে তিনি ইডি হেফাজতে আছেন।কমান্ড হাসপাতালে দুদিন ছাড়াই চলছে স্বাস্থ্যপরীক্ষা।

উল্লেখ্য এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তাকে গ্রেফতারের পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। পাশাপাশি তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। এমনকি তার কথায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।

উল্লেখ্য,চাল বণ্টনে বছরে প্রায় ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তদন্তে এমনই ইঙ্গিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। রাজ্যের প্রায় ৭ কোটি রেশন কার্ডের সূত্র ধরে হিসেব নিকেশ করে এমনই ইঙ্গিত ইডির।