ED Raid: জ্যোতিপ্রিয়র মেয়েকে লেখা চিঠিই ‘সূত্র’, সংক্রান্তিতে ইডি তল্লাশি

ED's 12-Hour Raid at I-PAC Office Stirs Political Protests and 'Joy Bangla' Slogans
ED's 12-Hour Raid at I-PAC Office Stirs Political Protests and 'Joy Bangla' Slogans

পৌষ পার্বণের সকাল থেকে ফের অভিযানে ইডি (ED Raid)। রেশন দুর্নীতির একেবারে শিকড়ে নজর এন্ডফোর্সমেন্ট কর্তাদের। নেতা-মন্ত্রীদের পর এবার স্ক্যানারে সঙ্গীরাও। সল্টলেক থেকে একেবারে মধ্য কলকাতা শহরে চতুর্মুখী তল্লাশিতে ইডি। চার জায়গায় ইডি আধিকারিকদের হানা। সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে যে চিঠি লিখেছিলেন তা হাতে এসেছে আধিকারিকদের। সেই চিঠিতে যাদের নাম লেখা ছিল সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হচ্ছে। 

টাকা শেষ পর্যন্ত কোথায় পৌঁছালো সেদিকেও নজরে রেখেছে ইডি। রেশন বন্টন দুর্নীতি ও ধান দুর্নীতি নিয়ে মোট ২০ হাজার কোটি দুর্নীতি হয়েছে। ৯০ টারও বেশি ফরেন এক্সচেঞ্জ কোম্পানির অ্যাকাউন্টে এই টাকাগুলি জমা পড়েছে।

   

তদন্ত করতে গিয়ে ইডি দেখেছে ফরেন এক্সচেঞ্জ করতে গেলে যে তথ্যগুলি তাদের কাছে থাক থাকা দরকার সেই তথ্যগুলির একটাও ছিল না। সূত্রের খবর অনুযায়ী, দুবাইতে এই টাকা পাচার হয়েছে। ফেরে টাকা দিয়ে কোম্পানি খোলা হচ্ছে কিনা বা টাকা দিয়ে আরো কোথাও পাচার হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। এ বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

তল্লাশি চলছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা এই মামলায় ধৃত শঙ্কর আঢ্যর অফিস, তেমনই সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিসেও। সেক্টর ফাইভের ওই অফিসের ১২ তলায় চলছে তল্লাশি। গোটা চত্বর ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ইডি আধিকারিকরা তদন্ত করে সেক্টর ফাইভে শঙ্কর আঢ্যর ওই চার্ডার্ড অ্যাকাউনট্যান্ট অফিসের খোঁজ পান। সেই মতো এদিন তল্লাশি চালানো হয়েছে ওই অফিসে। হাসপাতালে থাকাকালীন মেয়েকে একটি চিঠি পাঠান জ্যোতিপ্রিয়। সেটি সিআরপিএফের হাতে পড়ে। সেই চিঠিতে নাম ছিল শংকর আঢ্যর। এছাড়া ওই চিঠিতে শেখ শাহজাহান, রবীন্দ্র এবং ডাকু নামে আরও তিনজনের নাম উল্লেখ ছিল। আদালতে এমনই জানিয়েছিলেন ইডি আইনজীবী।

নিউ মার্কেটের কাছে চৌরঙ্গি লেনে এসআর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের অফিসেও চলছে ED-র অভিযান। এটি শঙ্কর আঢ্যর ফোরেক্স কোম্পানি বলে দাবি ইডির। আগের দিন এই অফিস সিল করে দিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শঙ্কর আঢ্যর এই ফোরেক্স কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন