HomeWest BengalKolkata Cityঅভিষেকের এত সম্পত্তির হিসাব দিন বললেন বিচারপতি গাঙ্গুলি

অভিষেকের এত সম্পত্তির হিসাব দিন বললেন বিচারপতি গাঙ্গুলি

- Advertisement -

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ দাবি করে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছেন যুব তৃণমূল নেতা সুদীপ রাহা। সোমবার এ নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আগে জানতে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে এসেছে। তাঁর এমন মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল।

‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি প্রশ্ন বিচারপতির’। ‘হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলছেন না কেন। অন্যদিকে মীনাক্ষী মুখার্জীও বলবেন তার কত সম্পত্তি। দুর্নীতি আটকাতে রাজ্য কত খরচ করছে জানাক। এই খাতে কত খরচ প্রয়োজনে রাজ্যের কাছে জানতে চাইব বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

   

টিএমসির সুদীপ রাহার পিটিশন প্রসঙ্গে বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় বলেন, ‘চোরেরা পিটিশন দিয়ে বলুক চৌর্যবৃত্তির অনুমতি দেওয়া হোক’। এর সঙ্গে বিচারপতি আরো বলেন, ” একজন মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে। তিনি কি একটি হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? যে তার অ্যাসেট কত। তিনি কি এটা করতে পারবেন? যদি তিনি এটা করেন তাহলে আমি অন্যান্য নেতাদের যেমন মীনাক্ষী সহ সবাইকে বলব আপনারাও একটি হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই। সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে। এবং কার কতটা সম্পত্তি করার সোর্স ছিল”।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular