সরকারি টাকা আত্মসাৎ-র অভিযোগ, বিডিও অফিসের হিসাবরক্ষককে বরখাস্তের দাবি বিজেপির

খড়িবাড়ি: সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বিডিও অফিসের হিসাবরক্ষকের বিরুদ্ধে৷ অভিযুক্তকে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এরাজ্যের বিরোধী দল…

খড়িবাড়ি: সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বিডিও অফিসের হিসাবরক্ষকের বিরুদ্ধে৷ অভিযুক্তকে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এরাজ্যের বিরোধী দল বিজেপি৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ির বিডিও অফিস এলাকায়৷

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দুয়ারে সরকারের ভাতার টাকা ভুয়ো অ্যাকাউন্টে পাঠিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠল বিডিও অফিসের হিসাবরক্ষকের বিরুদ্ধে৷ কর্মচারীদের দুয়ারে সরকারের ভাতার টাকা ফাঁসিদেওয়া ব্লকের একটি মহিলা হোস্টেলের চারজন অস্থায়ী কর্মীদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পাঠানো হয়৷

এরপরই এই বিষয়টি প্রকাশ্যে আসে৷ ফাঁস হয় তছরূপের পর্দা৷ জেলাশাসকের নির্দেশে খড়িবাড়ির হিসাবরক্ষকে শোকজ করেন বিডিও৷ সোমবার বিজেপির খড়িবাড়ি-বুড়াগঞ্জ মণ্ডল কমিটির তরফে আর্থিক তছরূপের উপযুক্ত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খড়িবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ শুরু করে৷

বিজেপি কর্মীদের দাবি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত হিসাবরক্ষককে বরখাস্ত করতে হবে৷ অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব৷ বিজেপি কর্মীরা স্মারকলিপি দিতে গেলে বিডিও দীপ্তি সাউ সেই স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করেন৷ খড়িবাড়ির বিডিও স্মারকলিপি গ্রহণ করতে রাজি না হলে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিডিওর চেম্বারের সামনে বসে পড়ে এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন৷