SLST: দ্রুত নিয়োগ চেয়ে মমতার বাড়িতে চাকরিপ্রার্থীদের ডেপুটেশন

রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হন এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তারপর মুখ্যমন্ত্রীর কাছে এলেন এসএলএসটি (SLST) শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। সুপারিশ পত্র পেয়েছেন কিন্তু নিয়োগপত্র দেওয়ায় স্থগিতাদেশ রয়েছে আদলতের। এর ফলেই হচ্ছে না নিয়োগ। এই বিষয়ে দ্রুত সুরাহা চেয়ে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন তারা।

রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে তাঁরা সেখানে পৌঁছন। এরপর তারা নিজেদের ডেপুটেশন জমা দেন পুলিশ আধিকারিকদের হাতে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে এইভাবে ডেপুটেশন জমা দেওয়া নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

   

আইনী জটিলতায় আটকে রয়েছে চাকরি প্রার্থীদের নিয়োগ। দ্রুত মামলার নিস্পত্তির জন্য প্রয়োজন হয়েছে রাজ্যের হলফনামা। তাই যাতে দ্রুত হলফনামা জমা দেয় রাজ্য সেজন্য মুখ্যমন্ত্রীর আধিকারিকদের কাছে পূর্ব নির্ধারিত ডেপুটেশন দিতে আসেন চাকরিপ্রার্থীরা।

সংবাদমাধ্যমকে বিক্ষোভরত এক চাকরি প্রার্থী বলেন, “দীর্ঘ পনেরো মাস ধরে একটা মিথ্যে কেসের জন্য স্থগিতাদেশ রয়েছে আমাদের চাকরিতে। তার থেকে নিষ্পত্তি চেয়ে আমরা স্কুলে যেতে চাই। যেহেতু আমাদের কাউন্সিলিং হয়ে রয়েছে তাই আমরা এবার দ্রুত নিয়োগ চাই। সেই কারণেই ডেপুটেশন জমা দিতে এসেছি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন