HomeWest BengalKolkata CityJob Scam: অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি তুলেছে কুন্তল, বিস্ফোরক তাপস

Job Scam: অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি তুলেছে কুন্তল, বিস্ফোরক তাপস

- Advertisement -

নিয়োগ দুর্নীতি মামলায় (Job Scam) ধৃত তাপস মণ্ডলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল। আরও অভিযোগ, হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি।

আদালতে যাওয়ার পথে বিস্ফোরক দাবি করল কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে কয়েকশো কোটি টাকার লেনদেনের হদিশ আগেই পেয়েছিল তদন্তকারী সংস্থা। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করে বসে তাপস মণ্ডল।

   

সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া জীবনকৃষ্ণ সাহারও বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে। শোনা যাচ্ছে, মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমেও চাকরি বিক্রির জাল বিছিয়েছিলেন জীবনকৃষ্ণ। এমনকি জীবনকৃষ্ণের সঙ্গে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের নাম জুড়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular