HomeWest BengalKolkata CityJob Scam: কুন্তলের মুখে ফের অভিষেকের নাম

Job Scam: কুন্তলের মুখে ফের অভিষেকের নাম

- Advertisement -

আদালতে পেশ করার সময় কুন্তল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, ‘ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার’। উল্লেখ্য কুন্তল ঘোষই প্রথম দাবি করেছিলেন ইডি তাঁকে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। এই নিয়ে আদালতে অভিযোগও জানিয়েছিলেন তিনি।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে কাকদ্বীপ নবজোয়ার যাত্রা শুরু করেছেন।

   

উল্লেখ্য, কুন্তলের অভিযোগের পরেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সহযোগিতার কথা বলেছে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর বিচারপতি অমৃতা সিং বলেছেন, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতে অসুবিধা কোথায়।

মামলা থেকে দূরে রাখার আর্জি জানিয়ে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে। সেখানেই বোঝা যাবে আদালত কী নির্দেশ দেয়।

প্রসঙ্গত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই অভিযোগের সারবত্তা জানতে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে জেরা করা উচিত সিবিআইয়ের। এজলাস পরিবর্তিত হয়েছে‌। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি বিচারপতি সিনহা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular