Jadavpur University: স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় ঘটনাস্থলেই ছিলেন সৌরভ চৌধুরী

Jadavpur University: Police Uncover Vital and Sensational Details Regarding Saurabh Chowdhury

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রাক্তনী সৌরভ চৌধুরী (Saurabh Chowdhury) সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। স্বপ্নদ্বীপকে পুলিশ গ্রেফতার করার পাশাপাশি তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে রেখেছে। এই সৌরভ ছিলেন হোস্টেলের একজন প্রভাবশালী। স্বপ্নদ্বীপ হোস্টেলের তিন তলা থেকে নিচে পড়ার সময় ঘটনাস্থলেই ছিলেন এই প্রভাবশালী ছাত্র।

স্বপ্নদ্বীপ করিডোর থেকে পড়ার সময় ঘটনাস্থলে ৮-৯ জন ছাত্র উপস্থিত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত সৌরভের কথায় নজরে আসছে একাধিক অসঙ্গতি।

   

এই গোটা ঘটনার আগে স্বপ্নদ্বীপের কাছ থেকে তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে। স্বপ্নদ্বীপের বাড়ির লোকের সঙ্গে কথা বলার সময় ফোন কেড়ে নিতো সৌরভ। এবং তার পরিবারকে জানাতো স্বপ্নদ্বীপ ভালো আছে। স্বপ্নদীপের ফোন কোথায় রয়েছে এখন সৌরভকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

৮ থেকে ৯ জন যারা ওই ঘটনার সময় করিডরে উপস্থিত ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। প্রত্যেকের বয়ানে একটাই কথা উঠে এসেছে যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সৌরভ। এর পাশাপাশি জানা গিয়েছে ২০২২ সালে সৌরভ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অংকে এমএসসি শেষ করার পরেও এক বছর সেই হোস্টেলেই ছিল।

যার ফলে হোস্টেলে তার প্রভাব ছিল। সেখান থেকেই সৌরভ প্রত্যেক নতুন ছাত্রদের কোন ঘর দেয়া হবে সেটা ঠিক করে দিত। এইভাবে সে স্বপ্নদীপকেও ঘর ঠিক করে দিয়েছিল। বর্তমানে সৌরভকে জিজ্ঞাসা করে তদন্তকারীরা জানতে চাইছেন যে এই ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে।

এর পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে স্বপ্নদ্বীপের কোনও ভিডিও রেকর্ড করা হয়েছিল কিনা। ১৩ জন আবাসিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। এর সঙ্গেই যাদবপুরের হোস্টেল থেকে উদ্ধার একটি রহস্যজনক ডায়েরি। এই ডায়েরি কি স্বপ্নদ্বীপের ? এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

যাদবপুরের স্নাতক বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে ব়্যাগিং তথ্য উঠে আসছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ব়্যাগিং হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নদ্বীপের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌরভের উপর একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন