Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাজের মিছিলে মমতা প্রশাসনকে হুঁশিয়ারি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপকে ব়্যাগিং করার পর তার অস্বাভাবিক মৃত্যুর জেরে রাজ্য আলোড়িত। ঘটনায় পথে নাগরিক সমাজ। এই মিছিলে তরুণ সমাজের সঙ্গেই ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধরাও শামিল হয়েছেন। স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে তারা সুর চড়িয়েছেন।

কাতারে কাতারে লোক জমা হন এই মিছিলে।এই মিছিলে তাদের একটাই দাবি, স্বপ্নকে যারা খুন করেছে তাদের শাস্তি দিতে হবে। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয় সমস্ত জায়গা থেকে ব়্যাগিং নামক এই দানবকে মুছে দিতে হবে।

   

এর সঙ্গে এই মিছিল থেকে দাবি উঠছে যে প্রশাসনকে এ বিষয়ে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কোনও ভাবেই কোনও কিছুর সঙ্গে আপোষ করা যাবে না। মূলত এই দাবিকে সামনে রেখেই নাগরিক সমাজের মিছিল। এই মিছিল থেকে এক প্রতিবাদকারী বৃদ্ধা জানিয়েছেন, দশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ নষ্ট করা হচ্ছে তার দ্রুত সমাধান করতে হবে।

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় একের পর এক মিটিং, মিছিল অব্যাহত। একে একে পথে নেমেছে বহু মানুষ। প্রত্যেকের মুখে শুধু একটি সুর তা হলো, স্বপ্নদীপের মৃত্যুর পিছনে দায়ীদের শাস্তি চাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন