বিগত কয়েকমাস ধরেই দলবদলের বাজারে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে ইন্টার কাশি (Inter Kashi FC)। এবারের এই নয়া আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই কোমর বেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে বারাণসীর এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবারই কোনো না ক্লাবের আগমন ঘটে জাতীয় টুর্নামেন্ট তথা আইলিগে। এবার ও থেকেছে একই ট্রেন্ড।
এবার উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ইন্টার কাশি ফুটবল ক্লাব। দেশের কিছু ফুটবলপ্রেমী ব্যক্তিত্বের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার বড় টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব।
আইলিগ শক্তিশালী দল নামিয়ে প্রতিপক্ষের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো সময় এগোনোর সাথে সাথেই বহু দেশি ও বিদেশি তারকা ফুটবলারদের দলে টেনেছে এই ফুটবল ক্লাব। গত কয়েকদিন আগেই ব্রিটিশ ফুটবলার পিটার হার্টলিকে চূড়ান্ত করে এই ফুটবল ক্লাব।
যারফলে, নয়া ফুটবল মরশুমে এই দলের জার্সিতে দলে দেখা যাবে ইংল্যান্ডের এই দাপুটে ফুটবলারকে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দলবদলের বাজারে। তবে শুধু বিদেশি ফুটবলার নয়, এবার এই নয়া দল তথা ইন্টার কাশির জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় তারকা সেহনাজ সিংকে। গত আইএসএল মরশুমে জন আব্রাহামের দলের হয়ে খেলতে দেখা গেলেও এবার আইলিগ খেলবেন এই তরুণ। এবার ফের চমক।
Former East Bengal Captain Sumeet Passi is set to sign for new I-League side Inter Kashi. All the best for your next chapter.#JoyEastBengal #EastBengalFC@KhelNow | @InterKashi | #EBFC pic.twitter.com/o0alelhwoJ
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) August 18, 2023
উল্লেখ্য, গত হিরো আইএসএল সিজনে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের তত্ত্বাবধানে লাল-হলুদ জার্সিতে খেলতে নেমে ছিলেন সুমিত পাসি। একাধিকবার দলের হয়ে গোল করতে সাহায্য করলেও অধিকাংশ সময়েই দলকে হতাশ করেন তিনি। তাই গত কয়েকমাস আগেই তাকে দল থেকে রিলিজ করে দেয় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
সেই সুযোগ কাজে লাগিয়েই এবার তাকে দলে টেনে নিল ইন্টার কাশি ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য ইন্টার কাশি দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। গত মরশুমে হিরো আইএসএল খেললেও এবার এই নয়া ফুটবল দলের হয়ে আইলিগ খেলবেন ভারতীয় তারকা।