IT Raid: ভোটের মুখে অভিষেকের কপ্টারে আয়কর হানা, বাংলায় শোরগোল

 

লোকসভা ভোটের প্রাক্কালে বড় ঘটনা ঘটল বাংলায়। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে আয়কর তল্লাশির (IT Raid) অভিযোগ করল তৃণমূল।

   

‘কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা বেঁধে যায়। যদিও তল্লাশিতে কিছুই পায়নি বলে দাবি করেছে শাসক দল তৃণমূল। এদিকে বঙ্গ বিজেপির দাবি, ‘ভয় পেয়েছে তৃণমূল।’ আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির প্রচার প্রক্রিয়া। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোটগ্রহণ। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। জানা গিয়েছে, আগামিকাল ১৫ এপ্রিল তমলুকে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে। এদিকে সেই প্রচারের আগে আজ বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারের ট্রায়াল রান চলছিল। অভিযোগ, সেইসময়েই অভিষেকের চপারে আচমকা তল্লাশি চালায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা ।

যদিও তল্লাশি করার পরেও সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন খোদ অভিষেক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে না সরিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি আইটি বিভাগের মিনিয়নসদের আমার চপারে তল্লাশির জন্য পাঠায়। ফলাফল শূন্য। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারেন, কিন্তু বাংলার প্রতিরোধ চেতনাকে কখনো টলানো যাবে না।’ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন