ইরান-ইজরায়েলে আটকে হাজার হাজার ভারতীয়, হেল্পলাইন নম্বর জারি ভারতের

আশঙ্কাই সত্যি হল, রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান ও ইজরায়েল। ইজরায়েলের ওপর ইরানের ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই…

আশঙ্কাই সত্যি হল, রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান ও ইজরায়েল। ইজরায়েলের ওপর ইরানের ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন ভারতও। এহেন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এবার চরম পদক্ষেপ নিল ভারত।

ইজরায়েলকে আক্রমণ করে নতুনভাবে যুদ্ধ শুরু করেছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার নিহত হন। ইরানের দাবি, এই হামলা চালিয়েছে ইজরায়েল। তবে ইজরায়েল এ হামলার কথা অস্বীকার করেছে। দুই দেশ কয়েক দশক ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এবার হেল্পলাইন নম্বর অবধি চালু করল ভারত। তেহরানে থাকা ভারতীয় দূতাবাস অতিরিক্ত হেল্পলাইন নম্বর চালু করেছে। যে কোনও সহায়তার জন্য, ভারতীয়দের দূতাবাসের সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। এই নম্বরগুলি হল +989128109115; +989128109109; +989932179567; +989932179359; +98-21-88755103-5; [email protected]

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে রবিবার ভারত ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলা হয়েছে, ‘ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান শত্রুতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’ বিবৃতিতে মন্ত্রক আরও বলেছে, ‘আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংযম অনুশীলন, সহিংসতা থেকে বিরত থাকা এবং কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ওই অঞ্চলে আমাদের দূতাবাসগুলি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখছে। এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরাজ করা জরুরি। ‘

এক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলে ১৮ হাজার ভারতীয় আটকে পড়েছেন। অন্যদিকে ইরানে চার হাজার ভারতীয় রয়েছেন। এমন পরিস্থিতিতে এই সংঘর্ষের জেরে আটকে পড়েছেন ২২ হাজার ভারতীয়।