HomeWest BengalKolkata Cityআরও নিরাপত্তা চাই, বাড়িয়ে দিন বডিগার্ড চিঠি দিলেন নওশাদ

আরও নিরাপত্তা চাই, বাড়িয়ে দিন বডিগার্ড চিঠি দিলেন নওশাদ

- Advertisement -

কলকাতা হাইকোর্টের নির্দেশে আগে কেন্দ্রের নিরাপত্তা পেয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাতেই সন্তুষ্ট নন তিনি। নিরাপত্তা আরও বাড়ানোর আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন বিধায়ক।

বর্তমানে সাত জন সদস্যের কেন্দ্রীয় নিরাপত্তা পান নওশাদ। যা কার্যত ওয়াই ক্যাটেগরির মধ্যে পড়ে। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারছেন না বিধায়ক। আরও নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।

   

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ সিদ্দিকি। তাতেই প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নওশাদের দাবি, ওই এলাকার অন্য বিধায়করা জেট ক্যাটেগরির সুরক্ষা পেয়ে থাকেন। এ প্রসঙ্গে বিচারপতি রাজা শেখরমান্থা মন্তব্য করেন যে, নিরাপত্তা বিষয়টি পরিবর্তনশীল। সময়ের সঙ্গে খতিয়ে দেখা হবে। তিন সপ্তাহ পরে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দিক কেন্দ্র।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular