UPSC এর তরফ থেকে প্রকাশিত হলো নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্র সরকার নিয়ে এলো আরো বেশ কিছু চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ…

UPSC

কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্র সরকার নিয়ে এলো আরো বেশ কিছু চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউ পি এস সির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউপিএসসি প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এয়ার সেফটি অফিসারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

মূলত আমাদের দেশে যে সমস্ত সংস্থা কেন্দ্রীয় সরকারের প্রার্থীদের জন্য পরীক্ষা নিয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান হলো ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুধু তাই নয়, দেশের সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে থাকে এই সংস্থায়। অর্থাৎ ইউপিএসসি পরীক্ষা মানে প্রার্থীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট 261টি শুন্য পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, তবে আগামী ১৩ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এয়ার সেফটি অফিসার পদে ৪৪টি শুন্য পদ রয়েছে। পাশাপাশি এয়ার ওর্দিনেস অফিসার পদে রয়েছে ৮০টি শূন্য পদ। অন্যদিকে রয়েছে লাইভস্টক অফিসার, পাবলিক প্রসিকিউটর, জুনিয়র সাইন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে অনলাইন মাধ্যমেই। আবেদন করার জন্য প্রথমে যেতে হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে। তারপর নিজের নাম নথিভুক্ত করে গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে কমিশনের সাইটে। সবশেষে আবেদন ফি জমা দিলে আপনার আবেদন সফল হবে।