File missing: হাইকোর্ট থেকে ‘ভ্যানিশ’ ফরেন্সিক রিপোর্ট ফাইল!

Hearing of RG Kar Case at Calcutta High Court Following State Government and CBI’s Plea

নিউজ ডেস্ক, কলকাতা: মামলার ফাইলের হদিস (File missing) নেই। শুনানির দিন ধার্য থাকলেও মামলার ফাইল আসেনি এজলাসে। ফাইল কোথায় বিভাগীয় তদন্তের নির্দেশ রেজিষ্টার জেনারেল কে।

২০১২ সালে কল্লোল গুহ ঠাকুরতা ফরেনসিক পরীক্ষার বিলম্ব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। এর আগে শুনানির দিন থাকলেও সেদিনও এজলাসে মামলার ফাইল পাঠায়নি হাইকোর্টের ফাইল বিভাগ। শুক্রবার পুনরায় শুনানির দিন থাকলেও কোর্ট মাস্টার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানায় আজও ফাইল পাওয়া যাচ্ছে না।

   

এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন