Loksabha election2024: রিটায়ার্ডও নই আর টায়ার্ডও নই’, ব্যাট হাতে TMC প্রার্থী আজাদকে আক্রমণ শোনালেন দিলীপ ঘোষ

Dilip Ghosh

প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্যাট হাতে চার ছয় মারলেন দিলীপ ঘোষ। শনিবার বর্ধমানের লোকো ব্লিস মাঠে প্রাতঃভ্রমণে এসে ব্যাট হাতে মাঠে নামেন দিলীপ ঘোষ এবং খেলা শেষে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কটাক্ষ করলেন তিনি।

খেলা শেষে কীর্তি আজাদকে কটাক্ষ করে তিনি বলেন,ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ডও নই আর টায়ার্ডও নই। আমি এখনো সেভাবেই খেলি, যে মাঠে যাই সেই মাঠেই খেলি, যেমন পিচ পাই সেই ভাবেই খেলি এবং জিতি। জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব,ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে।

   

খেলা শেষে লোকো চিলড্রেন্স পার্কে গিয়ে গান শোনেন এবং পার্ক অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।রেলের এক কর্মীকে তিনি বলেন,সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না রেলমন্ত্রীকে টুইট করব। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে ভোট দিতে পারবেন না। লিখে দেবে বাচ্চাদের পার্ক আর ডাস্টবিন করে রেখে দেবেন?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন