Loksabha Election 2024: ভোটের মুখে দায়িত্ব বাড়ল রাজনাথ, নির্মলা সীতারমণের, বড় চমক বিজেপির

২০২৪-এর লোকসভা ভোটের মুখে (Loksabha Election 2024) অনেককে এবার গুরুগম্ভীর দায়িত্ব দিল মোদী সরকার (Modi Govt)। বিজেপি নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বিজেপির…

২০২৪-এর লোকসভা ভোটের মুখে (Loksabha Election 2024) অনেককে এবার গুরুগম্ভীর দায়িত্ব দিল মোদী সরকার (Modi Govt)। বিজেপি নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান হবেন। লোকসভা ভোটের প্রস্তুতি জোরদার করেছে বিজেপি। বিজেপি তাদের ইস্তেহার তৈরিতে ব্যস্ত।

এদিকে রাজনাথ সিংকে দলের ইস্তাহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটি লোকসভার জন্য বিজেপির ইস্তেহার তৈরি করবে। রাজনাথ সিংকে চেয়ারম্যান করা হয়েছে, নির্মলা সীতারামনকে আহ্বায়ক এবং পীযূষ গোয়েলকে কো-কনউইনার করা হয়েছে। ইশতেহার কমিটিতে মোট ২৭ জনকে স্থান দেওয়া হয়েছে।

এছাড়াও এই কমিটিতে রয়েছেন অর্জুন মুন্ডা থেকে শুরু করে ভুপেন্দ্র যাদব, অর্জুন রাম মেঘওয়াল, কিরেন রিজিজু, অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান, ভুপেন্দ্র প্যাটেল, হিমন্ত বিশ্ব শর্মা, বিষ্ণু দেও সাই, মোহন যাদব, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানি, জুয়াল ওরাম, রবিশঙ্কর প্রসাদ, সুশীল মোদী, কেশব প্রসাদ মৌর্য প্রমুখ।