HomeWest BengalKolkata CityKolkata Black Money: কলকাতার কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত

Kolkata Black Money: কলকাতার কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত

- Advertisement -

বছর শেষে ফের কলকাতায় (Kolkata) কোটি কোটি কালো টাকা (black money) বাজেয়াপ্ত করল ইডি (ED)। কেষ্টপুরে রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল টাকা মিলেছে॥

এদিকে নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টেরও বেঁধে দেওয়া ডেডলাইন ধরে  বৃহস্পতির সকালে তৎপর (ED) ইডি। কলকাতা শহরের মোট নয় জায়গায় চল তল্লাশি। এর মধ্যে রয়েছে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুরও। এই অভিযান চলার মাঝে কেষ্টপুরে মিলল টাকার পাহাড়। প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

   

কেষ্টপুরের ওই বাড়িটি ইতিমধ্যে সিল করে দিয়েছে ইডি। জানা গিয়েছে গতকাল ভোর রাতে ইডির তদন্তকারী অফিসাররা এই বাড়িতে আসে। তদন্ত শুরু করেন। রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। তার খোঁজে বুধবার ইডি আধিকারিকরা হানা দেয়। তবে রবিন ওই বাড়িতে ছিলেন না।

পার্টনার এক সাইবার আর্থিক সংক্রান্ত দুর্নীতি মামলায় এই রবিনের যুক্ত থাকার খোঁজ পাওয়া গিয়েছিল। এরপরে তার সূত্র ধরেই এই বাড়িতে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হয় এবং দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়। এই তল্লাশি চালিয়ে প্রায় দেড় থেকে দু কোটি টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে ডালহৌসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি কাঁকুড়গাছিতেও বহুতলে ইডির তল্লাশি। আবাসনের নিচে মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী। সেখানে দুই ব্যাবসাইয়ের বাড়িতে ইডির হানা। অন্যদিকে সকাল থেকে আলিপুরের বহু তল আবাসনে ইডির তল্লাশি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular