Ram Navami Violence: রামনবমী সংঘর্ষে হাইকোর্ট চাইল রিপোর্ট

Curfew Imposed in Bihar After Communal Tension Erupts
বিহার শরীফে কারফিউ জারি

রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তির জেরে রাজ্য সরগরম। হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সাধারণ মানুষ কোনভাবেই যাতে না অসুবিধায় পড়েন, সেদিকে নজর রাখতে হবে। শিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই।

   

আগামী ৫ এপ্রিলের মধ্যে বিচারপতি রিপোর্ট তলব করেছেন। সিসিটিভি ফুটেজ এবং আদালতে ভিডিও পেশের নির্দেশ দেন বিচারপতি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন