টেট দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে বাম জমানা পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম দফায় টেট নিয়োগ নিয়ে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। Advertisements ২০১৪ সালের টেট দুর্নীতি…

রাজ্যে বাম জমানা পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম দফায় টেট নিয়োগ নিয়ে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

Advertisements

২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের পাশাপাশি ২০১৭ তে যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল তা বেআইনি ঘোষণা করল হাইকোর্ট। ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিবকে সিবিআই হাজিরার হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisements

আদালত জানিয়েছে, ২০১৭ সালে যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে ২৬৯ জনের নাম রয়েছে। সেই নিয়োগ তালিকা বেআইনি। ২৬৯ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদে সভাপতি ও সচিব মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই এফআই আর দায়ের করে তদন্ত শুরু করবে সিবিআই।