ভাদু শেখের খুনের তদন্তভার সিবিআইকে দিল হাইকোর্ট

অবশেষে বীরভূমের ভাদু শেখ এর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল যে এই খুনের ঘটনার তদন্তভার নিতে তাঁরা প্রস্তুত। শুক্রবার হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বগটুই গণহত্যার ঘটনা ও ভাদু শেখের খুনের ঘটনা পরস্পরের সঙ্গে জড়িত, সেজন্য সিবিআইকে তদন্তভার দেওয়া হল।

   

সম্প্রতি দাবি ওঠে যে রামপুরহাটের বগটুইয়ের পাশাপাশি ভাদু খুনেরও তদন্ত যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই দাবিতে শিলমোহর দেয় ও উপপ্রধান খুনের তদন্তভার সিবিআইকে দেয়। এদিন এই রায় দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। 

ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে হবে তাদের। তাদের খুঁজে বার করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত সারতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন