Job scam: চাকরিটা আপাতত থাকছে…আন্দোলনকারীদের নজরে ‘অযোগ্য’ শিক্ষকরা স্বস্তিতে

প্রাথমিক শিক্ষা পর্ষদ রায় না মেনে ডিভিশন বেঞ্চে যায়।

বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দাবি করে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে ছড়িয়েছিল খুশি। (Job Scam) তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রায় না মেনে ডিভিশন বেঞ্চে যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজারের আশেপাশে অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশ দিল।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলায় চূড়ান্ত রায় দিতে গিয়ে বলেছে এখনই ৩২ হাজারের বেশি শিক্ষকের চাকরি যাচ্ছে না।

   

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করে পর্ষদ। সিঙ্গল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছিল, আগামী তিন মাসের মধ্যে এই ৩২ হাজার শূন্যপদে নতুন নিয়োগ করতে হবে। এরপর ডিভিশন বেঞ্চে গেছিল পর্ষদ। চাকরি হারানোদের আইনজীবী বলেছেন, বিচারপতি সঙ্গোপাধ্যায়ের রায় পক্ষপাতদুষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন।

আগের দিন শুনানি শেষে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। জানানো হয়, শুক্রবার রায় ঘোষণা হবে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের বিষয়ে রায় দেবে ডিভিশন বেঞ্চ। সেই রায় বের হয়েছে।

নিয়োগ দুর্নীতির ইস্যুতে যোগ্যতার ভিত্তিতে চলছে আন্দোলন। এই আন্দোলনকারীদের দাবি যাদের চাকরি বহাল রইল তারা অযোগ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন