Jadavpur University: প্রাক্তনীদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেলের ঘর খালি করার নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করে দিতে হবে। এছাড়াও হাই কোর্ট জানিয়েছে যে কর্তৃপক্ষকে হস্টেলের প্রতিটি রুমে গিয়ে গিয়ে বলতে হবে ঘরখালি করার বিষয়ে। ছাত্রদেরকে জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার কথা। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisements

যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই শুনানিতেই হস্টেল খালি করা নিয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

   

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ কুণ্ডু বলে প্রথম বর্ষের ছাত্র। পরের দিন ভোরে ওই ছাত্রের মৃত্যু হয়। স্বপ্নদীপের পরিবার অভিযোগ করেন যে ব়্যাগিং-এর কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপর থানায় এফআইআর দায়ের করা হয়।

থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ যাদবপুরের প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় চারিদিক। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন, এই নিয়ে প্রশ্ন উঠেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements