Asia Cup 2023: এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, জেনে নিন দিনক্ষণ

Asia Cup 2023: নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠেছে ভারত। ক্যান্ডিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি দাঁত ফোঁটাতে দেয়নি নেপালের বোলিং বিভাগকে।

India and Pakistan

Asia Cup 2023: নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠেছে ভারত। ক্যান্ডিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি দাঁত ফোঁটাতে দেয়নি নেপালের বোলিং বিভাগকে। শেষ পর্যন্ত DLS নিয়মের সুবাদে ভারতকে দশ উইকেটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দুই ভারতীয় ওপেনারই হাফ সেঞ্চুরি করেন। মঙ্গলবার হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং বুধবার থেকে শুরু হবে সুপার ফোর রাউন্ড। ভারত ও পাকিস্তান সুপার ৪-এ পৌঁছেছে।

মঙ্গলবার আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বাকি দুই দল নির্ধারণ করা হবে। এর আগে গত ২ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি বৃষ্টির কারণে শেষ করা যায়নি। বাইশ গজে দুই দলের সম্মুখ সমর দেখার জন্য উদগ্রীব ক্রিকেট প্রেমীরা। এবার ভক্তদের জন্য সুখবর। আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ক্যান্ডিতে দুই দেশের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যা বৃষ্টির কারণে শেষ করা যায়নি। শুধুমাত্র ভারতীয় দল ব্যাট করতে সক্ষম হয়েছিল এবং পাকিস্তানের ইনিংসে একটি বলও সেদিন করা যায়নি।

আগামী ১০ সেপ্টেম্বর সুপার ফোর রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের ভেন্যু কলম্বো হলেও সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে এই ম্যাচটি হাম্বানটোটায় স্থানান্তরিত করা হতে পারে। শুধু এই ম্যাচই নয়, সুপার ফোর রাউন্ডের আরও ৪টি ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা, সেগুলোও হাম্বানটোটায় স্থানান্তর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার দক্ষিণ অংশে অবস্থিত এই শহরে সেপ্টেম্বর মাসে কম বৃষ্টিপাত হয়।

এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের প্রথম ও ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান। এরপর ৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’র শীর্ষ দুই দলের মধ্যে সুপার ৪ রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১০ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের দুই দল মুখোমুখি হবে, ভারত ও পাকিস্তান (বিকেল ৩ টে)।

আগামী ১২ সেপ্টেম্বর ফের মাঠে নামবে টিম ইন্ডিয়া। সুপার ফোরের ম্যাচে এবার গ্রুপ ‘বি’র শীর্ষ দলের মুখোমুখি হবে ভারত। ১৪ সেপ্টেম্বর সুপার ৪-এ ‘বি’ গ্রুপের শীর্ষ দলের মুখোমুখি হবে পাকিস্তান। একই সঙ্গে ১৫ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’-তে ভারতের মুখোমুখি হবে দ্বিতীয় স্থান অধিকারী দল। আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে সুপার ৪ রাউন্ডের শীর্ষ দুই দল।