HomeWest BengalKolkata Cityরাজ্যে র‍্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তিগত সাহায্য নিলেন রাজ্যপাল

রাজ্যে র‍্যাগিং রুখতে ইসরোর প্রযুক্তিগত সাহায্য নিলেন রাজ্যপাল

- Advertisement -

র‍্যাগিং রুখতে এবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্যোগ। মালদহ যাওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা রাজ্যপালের। চলন্ত ট্রেনে বসেই তিনি সারলেন সব কাজ। বোসের কথায় এটাই মোবাইল রাজভবন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রযুক্তির মাধ্যমে র‍্যাগিং রোখা যায় সেই নিয়ে ইসরোর সঙ্গে কথা রাজ্যপালের। রাজভবন সূত্রে জানানো হয়েছে এই বিষয়ে প্রযুক্তিগত সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরো।

রাজ্যে অ্যান্টি করাপশন সেলের পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নতুন চমক মোবাইল রাজভবন। আজ সকালে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। মিজোরামে ব্রিজ ভেঙে মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলতেই তার এই যাত্রা।

   

পথেই তিনি ট্রেনে বসে তার সমস্ত রাজভবনের কাজ সারছেন। ট্রেনের কম্পার্টমেন্টকে তিনি বানিয়ে বসেছেন একটি আস্ত রাজভবন। যেখানে বসে তিনি ফোনের মাধ্যমেই যে কোনও সমস্যার সমাধান থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করছেন। এখানে বসেই তিনি উপাচার্যের সঙ্গে কথা বলছেন এবং র‍্যাগিং বন্ধ করার পথ বের করছেন।

প্রতিনিয়ত রাজ্যজুড়ে বেড়ে চলেছে র‍্যাগিং। ছাত্র-মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তপ্ত গোটা বাংলা। একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে আসছে অভিযোগ। তাই এবার র‍্যাগিং রুখতে রাজ্যপালের অভিনব উদ্যোগ। প্রযুক্তিগত সাহায্য করার প্রতিশ্রুতি ইসরোর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular