Mohammedan SC: দলের তিনকাঠি সামালাতে প্রতিভাবানকে টানল মহামেডান

শেষ আইলিগ সিজেনে আশানুরূপ পারফরম্যান্স না এলেও এবারের নয়া আইলিগ মরশুমে দলের ভালো ফলাফল নিয়ে আসাই অন্যতম লক্ষ্য মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)।

Jetli Sorokhaibam

শেষ আইলিগ সিজেনে আশানুরূপ পারফরম্যান্স না এলেও এবারের নয়া আইলিগ মরশুমে দলের ভালো ফলাফল নিয়ে আসাই অন্যতম লক্ষ্য মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। সেইমতো দলের তৎকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশিয় তারকা বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় ম্যানেজমেন্ট। তাই গোটা দলকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে গত কয়েকমাস আগে একাধিক ফুটবলারকে ছেড়ে দেয় সাদা-কালো শিবির।

তার বদলে দলে আনা হয় আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো আইলিগ কাঁপানো তারকাদের। তবে সেখানেই শেষ নয়, টুর্নামেন্টে বিদেশি ফ্যাক্টর গড়তে রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন লামিনে মোরোকে ও চূড়ান্ত করে রেড রোডের এই ফুটবল ক্লাব।

   

বলাবাহুল্য, এবার এই তারকা ফুটবলারদের হাত ধরেই আইলিগ জয়ের স্বপ্ন দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শুধু বিদেশি নয়, দেশিয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও চমক দেওয়া হয় মহামেডান ম্যানেজমেন্টের তরফ থেকে। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা লাল-হলুদ দলের এক তারকা ফুটবলার আঙ্গুসানাকে দলে টেনে নেয় তারা। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

বিগত কয়েক বছর লাল-হলুদ জার্সিতে খেললেও কুয়াদ্রাত জামানা শুরু হতেই দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। যারফলে, বাধ্য হয়ে তাকে রিলিজ করে দেয় ইস্টবেঙ্গল। সেই সুযোগে তাকে সই করিয়ে নেয় দীপেন্দু বিশ্বাসের দল। এছাড়াও এবার দলে আনা হয়েছে গতবারের আইএসএল খেলা তারকা মোহাম্মদ ইরশাদকে। শেষ মরশুমে নর্থইস্ট ইউনাইটেডে খেললেও এবার তিনি খেলবেন সাদা-কালো শিবিরে।

পাশাপাশি কিছু উদীয়মান প্রতিভাদের দলে এনে বিড়াট বড় চমক দেওয়ার ও পরিকল্পনা করা হয় ব্ল্যাক প্যান্থার্সদের তরফ থেকে। সেই মর্মেই এবার দলের সঙ্গে যুক্ত করা হয় তরুণ গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে। একটা সময় ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন তিনি। সেখান থেকেই এবার বছর বাইশের এই ফুটবলারকে টেনে নিল শহরের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। সব ঠিকঠাক থাকলে আসন্ন আইলিগে খেলতে দেখা যেতে পারে এই প্রতীভাবান ফুটবলারকে।