বাংলাপক্ষের দাবি মেনে হলে বাংলা সিনেমা বাধ্যতামূলক করছে সরকার

বাংলা পক্ষ’র বিরাট জয় হল। বাংলা সিনেমা বাধ্যতামূলক করার চাকা ঘুরতে শুরু করেছে।
বাংলাপক্ষ দীর্ঘদিন ধরে বাংলার সিনেমা হল গুলিতে বাধ্যতামূলকভাবে বাংলা ছবি দেখানোর দাবি করে আসছিল। আর সেই দাবিকে মান্যতা দিলো পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাপক্ষর তরফ থেকে বলা হয়েছে, ‘বাংলার সমস্ত সিনেমা হলে বাংলা সিনেমা দেখানোর দাবিতে একমাত্র সংগঠন বাংলা পক্ষই লড়ছে। বহু পরিচালক, অভিনেতা, প্রয়োজক এ ব্যাপারে আমাদের সঙ্গে আছেন।
আমরা মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে আগেও এ বিষয়ে আলোচনা করেছি।’

   

জানা গিয়েছে, বাংলাপক্ষ’র দাবিকে সমর্থন জানিয়ে চিঠিতে সই করেছেন একাধিক চলচ্চিত্র পরিচাল্লক, অভিনেতা ও প্রযোজকরা। তার মধ্যে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা দেব, পরিচালক কৌশিক গাঙ্গুলি, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ।

এদিকে রাজ্যের সিনেমা হলগুলিতে বিগত তিন বছরে বাংলা সিনেমা কতগুলি দেখানো হয়েছে তার হিসেব চাইল নবান্ন। ইতিমধ্যে সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন হলগুলিকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে । আগামী ৩০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে ওই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন