HomeWest BengalKolkata Cityঅভিষেকের নামে তোলবাজি, মেয়রের ওএসডির কাণ্ডে সরব জহর

অভিষেকের নামে তোলবাজি, মেয়রের ওএসডির কাণ্ডে সরব জহর

- Advertisement -

অভিষেকের নামে ফিরহাদের ওএসডির তোলাবাজি কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ জহর সরকার (Jahar Sarkar)। শনিবার তিনি বলেন, “দয়া করে দলটাকে সাফ করুন, আগেই দলকে দুর্নীতি প্রশ্নে সতর্ক হতে বলেছিলাম। তৃণমূলের তখন ভালো লাগেনি। এখন মেয়রের সঙ্গীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এখন মেয়র তাঁকে বাঁচাচ্ছেন।” জহর সরকারে এই মন্তব্যে ফের শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। 

নির্বাচনী বন্ড দুর্নীতিতে নির্মলার বিরুদ্ধে মামলা দায়ের

   

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিট দফতর থেকে মেয়রের ওএসডির কালীচরন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করেই কোটি কোটি টাকার তোলাবাজি করেছেন মেয়রের ওএসডি।

অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড, আরজি কর কাণ্ডে পর্যবেক্ষণ আদালতের

তবে এই বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, এই বিষয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না। অন্যদিকে ঘটনায় মূল অভিযুক্ত ওএসডির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরজি কর কাণ্ডে শুরু থেকেই রাজ্যের ভূমিকা নিয়ে সরব ছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ। পরে এই ঘটনার জেরে রাজ্যসভার থেকে ইস্তফা দেন তিনি। যার জেরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই খবর শুনে তাঁর সিদ্ধান্ত বিবেচনার জন্য জহর সরকারকে ফোন করেন মমতার বন্দ্যোপাধ্যায়।

ভয়াবহ অগ্নিকাণ্ড টাটার আইফোন কারখানায়, আতঙ্কে স্থানীয়রা

তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানান মমতা। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। কিন্তু ফোনালাপে নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকেন রাজ্যসভার সাংসদ। গত ১১ সেপ্টেম্বর দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতিকে তাঁর পদত্যাগপত্র তুলে দেন প্রাক্তন সাংসদ। গোটা ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular