HomeWest BengalKolkata CitySantoshpur: জ্বলছে সন্তোষপুর স্টেশন, পরিকল্পিত অগ্নিকান্ড নাকি দুর্ঘটনা?

Santoshpur: জ্বলছে সন্তোষপুর স্টেশন, পরিকল্পিত অগ্নিকান্ড নাকি দুর্ঘটনা?

- Advertisement -

ভয়াবহ পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশন (Santoshpur) জ্বলছে। মহানগর কলকাতার লাগোয় গুরুত্বপূর্ণ ও জনবহুল স্টেশনটিতে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ আপ এবং ডাউনে লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। স্টেশন জুড়ে প্রবল আতঙ্ক।

প্ল্যাটফর্মের দোকাগুলি জ্বলছে। জানা গিয়েছে বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। স্টেশনের বিভিন্ন খাবারের দোকান জ্বলছে। আগুন স্টেশন সংলগ্ন এলাকায় আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা।

   

আগুন ধরার কারন নিয়েও প্রশ্ন। নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত এই অগ্নিকাণ্ড এমন প্রশ্ন উঠছে। রাজ্যে একের পর এক ঘটনায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এর মাঝে সন্তোষপুর স্টেশনে আগুন ধরল তাও আবার অফিস ফেরত সময়ে এই আলোচনা চলছে। যাত্রী ও এলাকাবাসীরা বলছেন, আগুন ছড়াচ্ছে হু হু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ আরও বাড়বে বলেই আশঙ্কা।

সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলছেন আশেপাশের বাসিন্দারা। শিয়ালদা বজবজ শাখার লক্ষাধিক যাত্রী রোজ এই পথের ট্রেন যাত্রী। অগনিত যাত্রী মাঝ পথে আটকে পড়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular