চার চাকা কেনার আগে যাচাই করুন যাত্রী সুরক্ষা, দেখুন NCAP report

Check NCAP Report: নিজের গাড়িতে করে ঘুরতে যাওয়া আমাদের সকলেরই স্বপ্ন। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয় না। আবার কোনো মতে টাকা জোগাড় করে একটি চারচাকা গাড়ি কিনলেও তার রক্ষণাবেক্ষণে প্রত্যেক মাসে খরচ হয় কয়েক হাজার টাকা।

Verify Passenger Safety Before Buying a Car

Check NCAP Report: নিজের গাড়িতে করে ঘুরতে যাওয়া আমাদের সকলেরই স্বপ্ন। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হয় না। আবার কোনো মতে টাকা জোগাড় করে একটি চারচাকা গাড়ি কিনলেও তার রক্ষণাবেক্ষণে প্রত্যেক মাসে খরচ হয় কয়েক হাজার টাকা। ঠিক এই কারণেই অনেকে বলেন বাড়িতে গাড়ি থাকা মানে হাতি পোষার সমান।

যদিও বর্তমানে অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যারা খুব সহজেই সামান্য মাসিক কিস্তির পরিবর্তে চার চাকা কেনার মতো টাকা দিয়ে থাকে। আর সেই টাকায় আমরা নিজের ইচ্ছে মতো গাড়ি কিনে ফেলি, তবে সবার আগে সাধারণ মানুষরা লক্ষ্য করেন তা হলো গাড়ির ফিচার এবং আধুনিকতা।

   

তবে এইসবের পাশাপাশি গাড়ি কেনার সময় আরও একটি দিকে বিশেষ ভাবে নজর দেওয়া উচিত যা হলো সুরক্ষা। বর্তমানে অনেক গাড়ি নির্মাণকারী সংস্থা তাদের প্রস্তুত করা গাড়ির দাম মোটামুটি ভাবে মধ্যবিত্তের নাগালের মধ্যে রেখেছে কিন্তু সেই দিক থেকে যাত্রী সুরক্ষা বলতে কিছুই দেয় না সংস্থা। যার ফলে যে কোন দুর্ঘটনায় আপনার প্রাণকে কেরে নিতে পারে খুব সহজেই।

বিশেষজ্ঞরা বলছেন আপনার প্রিয় চারচাকাটি কেনার আগে যেমন তার ফিচার সম্বন্ধে জেনে নেওয়া দরকার ঠিক তেমন ভাবেই জেনে নেওয়া দরকার গাড়িটির যাত্রী সুরক্ষা সম্পর্কে। আরে এই যাত্রী সুরক্ষার দিক দিয়ে বলতে গেলে ভারতের এমন কিছু গাড়ি নির্মাণকারী সংস্থা আছে যাদের স্থান সর্বদায় ওপরে। তাদের মধ্যে অন্যতম হলো টাটা। টাটা গোষ্ঠী মানুষের ভরসার স্থল হয়ে রয়েছে বহু বছর ধরেই। আর এবার তাদের প্রস্তুত করা গাড়ি টাটা নেক্সন NCAP ক্র্যাশ টেস্টে ৫ রেটিং পেয়েছে যা যাত্রী সুরক্ষার দিক দিয়ে অন্যতম প্রধান।

#NCAPreport #Passengersafety #Carbuying #Verify #Findings