HomeWest BengalKolkata Cityযাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

- Advertisement -

সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়তে আসা ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুতে স্তম্ভিত গোটা রাজ্য। আত্মহত্যা নয় বরং খুন এমনই দাবি একাধিক ছাত্র-ছাত্রী সহ মৃতের পরিবারের। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। 

রাজ্যের প্রথম সারির শিক্ষাক্ষেত্রে হাড়হিম করা ঘটনা। ঠিক সেই সময় প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, ” উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি ব়্যাগিং বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যতগুলি আইন এবং নিয়ম রয়েছে তা দিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করবে। নিয়ম অনুযায়ী একটি কমিটি গঠন করা হবে।

   

তিনি আরো বলেন, “সংশ্লিষ্ট কলেজ ইউজিসি বা বিশ্ববিদ্যালয়, এআইসিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না নিলে অভিযোগকারী অভিযুক্ত বা বহিষ্কৃত ব্যক্তি এই কমিটির কাছে আবেদন করতে পারবে। কমিটি আলোচনা এবং পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তার সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে”।

ছাত্র-মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাবি করছে যে প্রকৃত কি কারনে স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে তা যেন দ্রুত তদন্ত করা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কাছে যাদবপুরের ছাত্রের মৃত্যুর রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular