Durand Cup: চোখ ধাঁধানো ফুটবল খেলে ঘুরে দাঁড়াল ওড়িশা

শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup ) ‘এফ’ গ্রুপের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে (Rajasthan United FC) ২-১ গোলে পরাজিত করল ওড়িশা এফসি (Odisha FC)।

Odisha FC Rajasthan United FC

শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup ) ‘এফ’ গ্রুপের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে (Rajasthan United FC) ২-১ গোলে পরাজিত করল ওড়িশা এফসি (Odisha FC)। রাজস্থান ফুটবল ক্লাব ম্যাচে ফিরে আসার জন্য চেষ্টা করলেও দিন শেষ পুরো পয়েন্ট অর্জন করল ইন্ডিয়ান সুপার লীগের দলটি।

ওড়িশা এফসি ম্যাচের প্রথম গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিল কার্তিক হানতালের মাধ্যমে। মাটি ঘেঁষা শট মেরেছিলেন তিনি। রাজস্থান এফসি গোলরক্ষক সে যাত্রায় দলের নিশ্চিত পতন রোধ করেছিলেন। পর মুহূর্তেই রিবাউন্ড হয়ে বল চলে গিয়েছিল পুংতে লাউংয়ের পায়ে। এবারেও রাজস্থানের গোল দূর্গ আগলে রেখেছিলেন তাদের গোলরক্ষক সচিন।

কিক অফের পর থেকে জমে উঠেছিল খেলা। পুরো পয়েন্ট পাওয়ার জন্য নিজেদের উজাড় করে দিয়েছিল ওড়িশা এফসি। ৩৫তম মিনিটে মিডফিল্ডার অ্যাডউইন টির্কির ফ্রি কিক সচিন ঝা দারুণভাবে প্রতিহত করেন। একাধিক আক্রমণ তৈরি হলেও প্রথমার্ধের শেষে ছিল গোলশূন্য। উভয় দলই সাতটি শট যোগ করেছিল নিজেদের নামের পাশে। ওড়িশা অন টার্গেট তিনটি শট নিতে পেরেছিল। অন্যদিকে রাজস্থান ইউনাইটেড একটি শট রেখেছিল অন টার্গেট। ওড়িশা এফসি দ্বিতীয়ার্ধে ইতিবাচক ভাবে শুরু করে এবং প্রথমার্ধের চার মিনিটের মধ্যে তাদের প্রথম সুযোগটি কাজে লাগায়।

চন্দ্র মোহন মুর্মু হাফ ভলির সাহায্যে বল পাঠিয়ে দিয়েছিলেন রাজস্থানের তেকাঠিতে। মাত্র দুই মিনিট পর সমতায় ফেরে রাজস্থান ইউনাইটেড। ডেনজেল বক্সের ঠিক বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন। ৬৪ তম মিনিটে পেনাল্টি থেকে রাহুলকে ফাউল করায় স্পট কিক পেয়ে ওড়িশা আরও একবার সুবিধা পেয়ে যায় ম্যাচে। আফাওবা সিং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। পিছিয়ে পড়ার পর রাজস্থান চেষ্টা করলেও ম্যাচটি শেষ পর্যন্ত ওড়িশা এফসির পক্ষে শেষ হয়। খেলার শেষের দিকে কিছু উত্তেজনাপূর্ণ মুহুর্তের সাক্ষী থাকলেন দর্শকরা।