Kolkata Black Money: কলকাতায় কালো টাকার খাজানা উদ্ধারে ঝাড়খণ্ডের যোগ

Black money in kolkata

কলকাতায় কালো টাকার (Kolkata Black Money) খাজানা আরও মিলবে বলেই মনে করছে ইডি। পরপর দুদিনে বিপুল টাকা মিলেছে। প্রথমে কেষ্টপুর পরে নিউটন। এই টাকার সাথে ঝাড়খণ্ডের অনলাইন গেমিং অ্যাপ সংযোগ মিলেছে। কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে শুক্রবার উদ্ধার হয় ৯০ লক্ষ টাকা। বৃহস্পতিবার উদ্ধার হয় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।

Advertisements

থরে থরে টাকা উদ্ধার হয়েছে সেই কেষ্টপুরেই। এই ঘটনায় কলকাতা থেকে ইডির জালে পড়েছে দু জন। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে ফের কেষ্টপুরে তল্লাশি চালানো হয়।  এর আগেও কল সেন্টার মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। কেষ্টপুরে অভিযুক্ত বাড়ি ভাড়া নিয়ে থাকত।

   

তবে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ফেরার ছিল। এর সঙ্গেই ছিলেন সন্তোষ যাদব ও সাগর যাদব, তাদের ইডির আধিকারিকরা ট্র্যাক করেন। আজ তাদের বাড়িতেই তল্লাশি চালিয়ে এই ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা ঝাড়খন্ড থেকে এসে প্রতারণা চক্র চালাচ্ছিল বলে জানা গেছে।

Advertisements

বুধবার যে ১ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেখানে ইডি জানিয়েছে, অনলাইন গেমিং এবং কল সেন্টারের মাধ্যমে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা কলকাতার কেষ্টপুরের এই ফ্লাটের জমা ছিল। সঠিক তথ্য সংগ্রহ করার পর ইডি হঠাৎই শহরে হানা দেয়।