Abhishek Banerjee: নাকচ রক্ষাকবচ, যখন খুশি অভিষেককে ডাকতে পারে ইডি-সিবিআই

Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi
Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi

আর নেই রক্ষাকবচ। চাইলেই ইডি বা সিবিআই ডেকে পাঠাতে পারে (TMC) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শাসকদলের অন্দরে চাপা উত্তেজনা। কী হয় কী হয় ভাব।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর নির্দেশের ওপর স্তগিতাদেশের যে আবেদন অভিষেক করেছিলেন তা সোমবার নাকচ করে আদালত। অর্থাৎ ইডি বা সিবিআই কুন্তলের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করতে পারে।

   

তবে বিভিন্ন সময় অভিষেক বলেছেন , তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে সিবিআই। সেটাই হতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদারের। তিনি বলেন, ‘তাঁবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্তু ওইভাবে উনি বাঁচাতে পারবেন না।

সুকাম্ত মজুমদার বলেন, উনি যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে তুলকালাম হবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গন্ডগোল হবে সেটা হচ্ছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন