Anubrata Mondal: জেলে অসু্স্থ কেষ্ট, মেয়ে কাঁদছে অহরহ

তিহার জেলে আটক (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার, আজই তিহার জেল থেকে দিল্লির জি বি পন্থ হাসপাতালে দেখাতে নিয়ে যাওয়া হবে। শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে ফের জামিনের আর্জির পরিকল্পনা করছেন অনুব্রত।

Anuvrata Mandal's Physical Health

তিহার জেলে আটক (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার, আজই তিহার জেল থেকে দিল্লির জি বি পন্থ হাসপাতালে দেখাতে নিয়ে যাওয়া হবে। শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে ফের জামিনের আর্জির পরিকল্পনা করছেন অনুব্রত।

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হুইলচেয়ারে করে হাজির করা হয়েছিল। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, তাঁর শরীর আরও খারাপ হয়েছে। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা রয়েছে। তিহার জেলের বাইরের ডাক্তারদের দেখানোর কথা চলছে।

   

সূত্রের খবর, অনুব্রতকে ইতিমধ্যেই এক বার দিল্লির এমস ও সফদরজং হাসপাতালে দেখানো হয়েছে। আগামিকাল তাঁকে জি বি পন্থ হাসপাতালে দেখানো হবে।

উল্লেখ্য, অনুব্রতর (Anubrata Mondal) জামিনের আর্জি খারিজ করে রাউস অ্যাভিনিউ কোর্ট। তাই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ১ জুন সেই মামলার শুনানি। এবার ফের শারীরিক অসুস্থতার যুক্তি দেখিয়ে ফের রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আর্জি জানাতে চান অনুব্রত।

প্রসঙ্গত, সুকন্যা ইতিমধ্যেই রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন। ২৬ মে তার শুনানি রয়েছে। সুকন্যার আইনজীবী জানিয়েছেন, চলতি সপ্তাহেই দিল্লি হাই কোর্টে সুকন্যার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হবে। সেখানে যুক্তি দেওয়া হবে, সুকন্যাকে গ্রেফতারের কোনও প্রয়োজন ছিল না।