ভাঙলো রেকর্ড, একদিনে মেট্রোয় ৮ লক্ষ যাত্রী

আজ সপ্তমী, তাতেই পুজোয় মেট্রোর রেকর্ড সংখ্যক ভিড়। ৮ লক্ষ যাত্রী সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। সকাল থেকে শুরু করে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই সংখ্যক ভিড় হয়েছে। যে পরিসংখ্যান নজর কেড়েছে মেট্রো কর্তৃপক্ষের।

মহালয়ার পর থেকেই কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো তাদের বন্ধক খুলে দিয়েছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছে কলকাতা শহরে পুজো দেখার জন্য। মা দুর্গার প্যান্ডেল দেখার জন্য। সে ক্ষেত্রে শহর তিলোত্তমায় উপচে পড়ছে জেলার মানুষের ভিড়।

   

গোটা শহর জুড়ে ট্রেন, বাস সহ মেট্রোতে যাতায়াত করছে বহু মানুষ। সেক্ষেত্রে এবার রেকর্ড সংখ্যক যাত্রি বহন করল কলকাতা মেট্রো। যাত্রী সংখ্যা ছাড়িয়েছে একদিনে প্রায় আট লক্ষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে।

মানুষ রাত জেগেও ঠাকুর দেখছে প্রচুর পরিমাণে। দিনের তুলনায় রাতের জনজোয়ার আরো বড় আকার ধারণ করছে। সেক্ষেত্রে বাড়ানো হয়েছে ট্রেন পরিষেবা এবং মেট্রোর সময়সীমা বাড়ানো হয়েছে। ঠাসাঠাসি করে গন্তব্য পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছে বহু মানুষ।

এই রিপোর্ট রীতিমতো চমকপ্রদ ছাড়া কম নয়। এত সংখ্যক যাত্রী এর আগে কখনো নজরে আসেনি। অন্যদিকে আবার এ বছর মেট্রোর বেশ কয়েকটি নতুন রুট উদ্বোধন হয়েছে। সেক্ষেত্রে গঙ্গার এপার থেকে ওপার চলছে দেদার মেট্রো চলাচল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন