Bagha Jatin: ‘বাঘা যতীন’কে দেওয়া হচ্ছে ভুয়ো রেটিং ! রেগে অগ্নি দেব

এবার পুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। তবে দশম অবতার, রক্তবীজ, জঙ্গলে মিতিন মাসিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে দেব অভিনীত ‘বাঘা যতীন’। ছবি পছন্দ…

এবার পুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। তবে দশম অবতার, রক্তবীজ, জঙ্গলে মিতিন মাসিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে দেব অভিনীত ‘বাঘা যতীন’। ছবি পছন্দ হয়েছে দর্শকদের। ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা চরমে। লাফিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। এর মাঝে ভয়ঙ্কর অভিযোগ তুললেন দেব। তিনি জানান, তার সিনেমা ‘বাঘা যতীন’কে অনলাইনে ইচ্ছাকৃতভাবে ভুয়ো কম রেটিং দেওয়া হচ্ছে।

পঞ্চমীতে মুক্তি পেয়েছে ‘বাঘা যতীন’।টিকিটের চাহিদা বাড়তেই বাড়ানো হচ্ছে শো টাইম। এরমাঝে সাংসদ অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে দেব লিখেছেন, “কিছু লোক আছেন যারা তাদের ব্যক্তিগত / লুকানো এজেন্ডার জন্য অনলাইনে #BaghaJatin জন্য কম ভুয়ো রেটিং দিচ্ছেন। কিন্তু আপনি কি মনে করেন না যে সঠিক পথে খেলা উচিত এবং সত্যিকারে ভালো সিনেমাকে সমর্থন করার জন্য এগিয়ে আসার সময় এসেছে? পরিবর্তন আনতে সহায়তা করার জন্যে একটু পরিবর্তন হই।” তিনি আরও বলেন, “আমি যদি পড়ি, তুমিও পড়ে যাও, তুমি জিতলে আমিও জিতব। “

‘বাঘাযতীন’ ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত। এই ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সাংসদ-অভিনেতা।দেবকে নতুন ভূমিকায় দেখার জন্য, ইতিহাসকে জানার জন্য মানুষের মধ্যে উন্মাদনা প্রথম দিন থেকেই দেখা গিয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল টিকিটের চাহিদা, আর সেটা মাথায় রেখেই এবার বাঘা যতীনের নতুন শো টাইম যোগ করা হয়েছে প্রিয়া সিনেমায়।এর আগে কখনও হয়নি এই প্রথমবার মাঝরাতে শো পেয়েছে কোনও বাংলা ছবি।