মমতার লেখা গানেই উদ্বোধন হবে কার্নিভালের, সঙ্গে থাকছে আরও বড় চমক

আজ সকলের নজর রয়েছে রেড রোডের (Puja Carnival) দিকে৷ সকাল থেকেই একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে৷ আজ মুখ্যমন্ত্রীর লেখা গান দিয়েই শুভ সূচনা করা হবে দুর্গাপুজো কার্নিভালের (Puja Carnival)৷ প্রতিবছরের মতো এবছরও জমিদার বাড়ির অলিন্দের আদলে তৈরি হয়েছে মূল মণ্ডপ (Puja Carnival)। সেই মঞ্চেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

উপস্থিত থাকবেন কয়েক হাজার অতিথিসহ মন্ত্রীমহলের সকলেই। রাজ্য তথা দেশের বিশিষ্ট অতিথি ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অতিথিরা৷ উপস্থিত থাকবেন সেখানে। তালিকায় রয়েছেজার্মানি,পেরু, ইকুয়েডর, বেলজিয়াম, স্লোভেনিয়া, সাইপ্রাস ও আয়ারল্যান্ডের উপদূতাবাসে কার্নিভালের আমন্ত্রণপত্র গিয়েছে।

Advertisements

অনুষ্ঠানের শুরুতেই ডোনা গঙ্গোপাধ্যায় উদ্বোধনী নৃত্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে গানও থাকবে এগদিনের এই কার্নিভালে(Puja Carnival)৷ এরপরই শহরের একের পর এক সেরা প্রতিমাগুলি। বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত ১০৫টি পুজো কমিটির মধ্যে ৯০টি পুজো কমিটি এবার কার্নিভালে(Puja Carnival) অংশ নিচ্ছে। পুজোর বিশেষত্ব তুলে ধরার জন্য প্রত্যেক পুজো কমিটিকে তিন মিনিট করে সময় দেওয়া হচ্ছে।

অন্যদিকে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন সারা দেশজুড়ে প্রতিবাদ করছে৷ ধর্মতলায় অমরণ অনশন চালিয়ে যাচ্ছেনা জুনিয়ার চিকিৎসকেরা৷ তাঁরা আজ রানি রাসমনি রোড থেকে দ্রোহের কার্নিভালে সামি হবেন সকল ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ৷ তাই এদিন ধর্মতলা, রেড রোড সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে।