Heavy rainfall: মহালয়ার আগেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে রাজ্যে

পুজোর আনন্দের মাটি করতে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির (Heavy rainfall) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপের প্রভাবে ওড়িশাতে প্রবল বৃষ্টি হবে। রেহাই পাবে না বাংলাও।

হাওয়া মোরগ জানাচ্ছে, বাংলার উপকূলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অবধি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মহালয়ার আগেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে রাজ্যজুড়ে।

   

এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আর এর অভিমুখ হবে ওড়িশার দিকে। নিম্নচাপের জেরে সমুদ্রে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন