DA মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

Mamata Banerjee

এসএসসি, গরু পাচারকাণ্ড নিয়ে জর্জরিত রাজ্যের শাসক দল। এবার সেই তালিকায় নাম জুড়ল ডিএ (DA) মামলা। মমতা সরকারের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ।

জানা গিয়েছে, সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা  দায়ের হল হাইকোর্টে (High Court)। তিন মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। ১৯ আগস্ট ছিল শেষ সময়। এদিকে সময়সীমা উত্তীর্ণ হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি নবান্ন। তাই রাজ্যের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে বলে খবর। 

   

সোমবার কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়ি এই মামলা দায়ের করেছে। জানা যাচ্ছে, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বুধবার ২৪ অগস্ট এই মামলার শুনানি হবে হাইকোর্টে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন