HomeWest BengalKolkata CityDA Protest: মমতার এলাকায় ডিএ মিছিলে চিৎকার 'চুরি করেছে সরকার'

DA Protest: মমতার এলাকায় ডিএ মিছিলে চিৎকার ‘চুরি করেছে সরকার’

- Advertisement -

‘চুরি করেছে চুরি করেছে চুরি করেছে সরকার…’ এমন চিতকার করতে করতে হাজরা মোড় থেকে হাজার হাজার সরকারি কর্মীরা বকেয়া ডিএ দাবিতে (Da Protest) মিছিল করলেন মুখ্যমন্ত্রীর (Mamata Bnerjee) এলাকায়।

বকেয়া ডিএ দাবিতে আন্দোলনের ১০০ দিনে রাজ্য সরকারি কর্মীদের মহামিছিলে প্রতীকী মৃতদেহ ‘পশ্চিমবঙ্গ সরকারের বিবেক’ নাম দিয়ে নিয়ে যাওয়া হয়। মিছিলে অবরুদ্ধ হাজরা মোড়। 

   

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মীদের সংগ্রামী যৌথমঞ্চের মহামিছিল ঘিরে রাজনৈতিক মহল সরগরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে এবং  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে মিছিল করেন ডিএ আন্দোলনকারীরা।

শান্তি রক্ষা সহ কিছু শর্তে হরিশ মুখার্জি রোড ধরে এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর ১টা থেকে বিকেল চারটের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে জানিয়েছে আদালত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular