WB Primary : প্রাইমারি চাকরিপ্রার্থীদের ৫০০ দিনের ধর্না, মঞ্চে মহ: সেলিম

চাকরির দাবিতে ঠায় পথে। মাতঙ্গিনি মূর্তির পাদদেশে ৫০০ দিনে ধর্না বিক্ষোভ ২০১৪ প্রাইমারি(WB Primary) চাকরি প্রার্থীদের মঞ্চে সেলিম। আজ দুপুরে আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ বাম প্রতিনিধিদের।

Advertisements

২০১৪ সালের চাকরিপ্রার্থীদের তিনবার ইন্টারভিউ হয়েছে। কিন্তু তারা নিয়োগ পাননি। তাদের দাবি অবিলম্বে নিয়োগ করতে হবে। অনেকেই আছেন যারা যোগ্য নয় তবুও চাকরি করছেন। আর যারা যোগ্য তারাই রাস্তায় বসে ধর্না দিচ্ছে। আজ তাদের মাতঙ্গিনী ধর্না মঞ্চে আন্দোলনের ৫০০ তম দিন। সেখানে মুখে কালি মেখে হাতে প্র্যাকার্ড নিয়ে তারা মাটিতে বসে আছেন।

   

এ বিষয় ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি করেছেন, ” আজ আমরা এতদিন যাবত ধর্নারত। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের যেন নিয়োগ করা হয়। আমাদের নিয়োগ করা হচ্ছে না তাই আমরা মুখে কালি মেখে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে ফের আন্দোলনে সামিল হয়েছি “।

Advertisements

অন্যদিকে বিহারে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করে দিয়েছে বিহার সরকার। এখানে উঠছে প্রশ্ন আর কতদিন বাংলার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের এভাবেই রাস্তায় বসে ধর্না দিতে হবে। আজ ৫০০ দিন হয়ে গেল তার পরেও নজরে আসছে না রাজ্য সরকারের। যার ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছে যোগ্য চাকরিপ্রার্থীরা।