Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata Cityঅডিও ক্লিপিংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন বাম যুবনেতা কলতান

অডিও ক্লিপিংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন বাম যুবনেতা কলতান

- Advertisement -

অডিও ক্লিপিংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন বাম (CPIM) যুবনেতা কলতান দাশগুপ্ত। বৃহস্পতিবার ব্যক্তিগত ৫০০ বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। তাঁকে গ্রেফতার করতে আদালতের অনুমতি লাগবে বলে এদিন জানানো হয়েছে আদালতের তরফে। আগামী একমাসের মধ্যে এবিষয়ে রাজ্য-কলতান দু’পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তারপর আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। 

কলতানের গ্রেফতারি প্রসঙ্গে আদালতের প্রশ্নের মুখে রাজ্য

   

বাম যুব নেতা কলতানের হয়ে মামলাটি লড়ছেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সম্প্রতি কলতানের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ওপর নাশকতামূলক ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইলেক্ট্রনিক্স থানার পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলার চক্রান্ত করার পরিকল্পনা করছিল বলে কলতান ও সঞ্জীব নামের এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপিংস ফাঁস করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার পরই শাসকদলের বিরুদ্ধে কুৎসা ছড়াতেই ওই হামলার চক্রান্ত করেন বাম যুব নেতা।

অফিসে কাজের ফাঁকে সঙ্গম করুন, রাশিয়া বাঁচাতে পুতিনের বার্তা

তবে এদিন সেই অডিও ক্লিপিংসের সোর্স ও সত্যতা জানতে চেয়ে আদালত পাল্টা প্রশ্ন করলে চাপে পড়ে যায় রাজ্য। তখন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবীকে।

অফিসে কাজের ফাঁকে সঙ্গম করুন, রাশিয়া বাঁচাতে পুতিনের বার্তা

তবে ওই অডিও ক্লিপিংসে গলার স্বরটি যে কলতানের সে বিষয় নিশ্চিত প্রমান দেওয়ার দাবি করেছে পুলিশ। তবে গ্রেফতার হওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন বাম যুব নেতা।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular