HomeWest BengalKolkata Cityমনোজ তিওয়ারিকে ‘ভুয়ো ভোটার’ আখ্যা দিয়ে আক্রমণ শানাল বিজেপি

মনোজ তিওয়ারিকে ‘ভুয়ো ভোটার’ আখ্যা দিয়ে আক্রমণ শানাল বিজেপি

- Advertisement -

রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। এবার ভুয়ো ভোটার হিসেবে নাম থাকার অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tiwari) বিরুদ্ধে। বিজেপির দাবি, মন্ত্রীর নাম রয়েছে এমন এক ঠিকানায়, যেখানে তিনি আসলে থাকেনই না। আর সেই কারণেই তাঁর মনোনয়ন ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

ঘটনা প্রকাশ্যে আসে যখন শনিবার বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই একদল কর্মী-সমর্থককে নিয়ে পৌঁছে যান হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে। অভিযোগ, এখানকার ভোটার তালিকাতেই মনোজ তিওয়ারির (Manoj Tiwari) নাম রয়েছে। অথচ তিনি সেই ঠিকানায় থাকেন না। বিজেপির বক্তব্য, এর মাধ্যমে ভুয়ো ভোটার হিসেবে নামভর্তির চেষ্টা হয়েছে, যা একেবারেই অনৈতিক এবং বেআইনি।

   

বিজেপির তরফে কড়া আক্রমণ শোনা গিয়েছে। তাঁদের অভিযোগ, একজন মন্ত্রী হয়েও মনোজ তিওয়ারি কী ভাবে এমন অনিয়ম করলেন? এ বিষয়ে বিজেপি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। উমেশ রাইয়ের বক্তব্য,“এটা শুধু এক জন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নয়, গোটা রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। যদি মন্ত্রীর নাম ভুয়ো ঠিকানায় থাকতে পারে, তাহলে সাধারণ ভোটারদের তালিকায় কী কী অনিয়ম লুকিয়ে রয়েছে, তা সকলেই বুঝতে পারঠেন।”

অন্যদিকে মন্ত্রী মনোজ তিওয়ারি অবশ্য অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি, পুরনো নথি জমা দেওয়ার ফলে সেই পুরনো ঠিকানাই রয়ে গিয়েছে। তিনি বলেন, “আমি কোনও ভুয়ো ভোটার নই। পুরনো ঠিকানার কাগজ জমা দিয়েছিলাম, তাই সেটা থেকে গরমিল দেখা দিয়েছে। তবে এর মধ্যে কোনও অসৎ উদ্দেশ্য নেই।”

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular